Monday, July 14, 2025
HomePoliticsলন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক

লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক

লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। শারীরিক অসুস্থতা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী প্রতিদিনই তাঁর স্বাস্থ্যের কোনো না কোনো বিষয়ে পরীক্ষা করা হচ্ছে। সে অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

গত ১৭ জানুয়ারি শুক্রবার লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। ৮ জানুয়ারি লন্ডনের দ্য ক্লিনিকে ভর্তির পর থেকে খালেদা জিয়া অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

৮ জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।

RELATED ARTICLES

Most Popular