জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ শনিবার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টার দিকে এই মহাসমাবেশের আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমার ভাই আবরার, আবু সাঈদের রক্তের ওপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশ আসবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সবচেয়ে বড় সংস্কার। এখানে যদি, কিন্তু, আচ্ছা, দেখি নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।
নারী বিষয়ক সংস্কার কমিশনের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টার উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যেসব সংস্কার রয়েছে, সেগুলোর মাধ্যমে যদি নারীদের অধিকার নিশ্চিত হয়, নারীদের সম্মান নিশ্চিত হয় সেগুলো করুন।
হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্ম আন্দোলন চালিয়ে যাবে। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেছে এবং দিল্লিতে তাদের জানাজা হয়েছে বলে মন্তব্য করেন হাসনাত। তিনি বলেন, ‘হাসিনা ও আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি বাংলাদেশের মানুষ ৫ আগস্ট রেড কার্ড দেখিয়ে দিয়েছে। সেদিনই আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

হাসনাত আরও বলেন, ‘( গণ-অভ্যুত্থানের) আট মাস পরে এসে অনেক রাজনৈতিক দল, রাজনীতিবিদ বারবার মনে করিয়ে দেয়, আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল। দলটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাকি তাঁদের নাই। ড. ইউনূস কয়েক দিন আগে বলেছেন- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি না এ সিদ্ধান্ত আওয়ামী লীগের। ড. ইউনূস ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। স্বাধীনতার পর বাকশাল কায়েম করে শেখ মুজিবুর গণতন্ত্রকে হত্যা করেন। সে সময়ে জাসদের ৩০ হাজার নেতা কর্মীকে হত্যা করেছিল এই দল। এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের সংগঠন। তাদের নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই।
হেফাজতের নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘২০১৩ সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, আজকে এখান থেকে আপনারা শহীদদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন